349ac-1_1

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ্

পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি

বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি আল্লহর রহমতে সবাই ভালোই আছেন৷ আলহামদুলিল্লাহ্, আমিও অনেক ভালো আছি৷

আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা ট্রিক নিয়ে৷ পোষ্টের টাইটেল দেখে অনেকেই হয়তো পোষ্টের বিষয়বস্তু সম্পর্কে বুঝে গেছে৷ তবুও যারা এই বিষয় সম্পর্কে অবগত না  তারা চাইলে প্লে ষ্টোরের প্রায় সকল পেইড এপস এখন হাতের মুঠোয়৷ (১ম পর্ব) এই লিংকে গিয়ে আমার আগের পোষ্টটি দেখে আসতে পারেন। পেইড এপস এবং এর ডাউনলোড প্রক্রিয়া সম্পর্ক এই পোষ্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে৷

এখন আমি আপনাদের সাথে যে এপসটি শেয়ার করবো তার নাম হচ্ছে Blackmart এবং এটাও প্লে ষ্টোরের অল্টারনেটিভ একটা মার্কেট৷ শুধু প্লে ষ্টোর থেকে এর ব্যতিক্রমধর্মীতা হলো Blackmart থেকে আপনি যে কোন পেইড এপস এবং গেমস ফ্রী ডাউনলোড করতে পারবেন৷ সুতরাং, আর দেরি না করে আসুন নিচের লিংক থেকে ফাইলটা ডাউনলোড করে মোবাইলে ইন্সটল করে ফেলি৷

blackmart
BlackMart

ইন্সটল করা হয়ে গেলে হ্যান্ডসেটের মেনু আইকন থেকে Blackmart আইকনে ক্লিক করে এপসটি ওপেন করুন৷

✯ প্রথমে এপসটি ওপেন হলে নিচের স্ক্রিনশটের মতো ওয়েলকাম স্ক্রিন দেখতে পাবেন৷1

✯ এবার এপসটির হোম পেজ থেকে চিত্রের মার্ক করা যায়গার সার্চ বক্সে ক্লিক করুন৷2

✯ আপনি যে পেইড এপসটা ডাউনলোড দিবেন সেটার নাম এখানে লেখুন৷ যেমন, আমি লিখেছি Nova Launcher Prime আপনি চাইলে অন্যটাও লিখতে পারেন৷ এবার কি-বোর্ডের লাল দাগ দেয়া যায়গার মতো সার্চ বটনে ক্লিক করুন৷3

✯ এখন ছবিতে দেখুন আমার কাংখিত এপসটি চলে এসেছে৷ এবার এপসের উপর ক্লিক করুন৷4

✯ স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন এখানে ইন্সটলের অপশন চলে এসেছে৷ আবার পাশে তিনটা ডট দেওয়া আছে আরও অপশনের জন্য৷ ইন্সটল বাটনে ক্লিক করলে এপসটি সরাসরি আপনার ডিভাইসে ইন্সটল হয়ে যাবে৷ তার চেয়ে বরং ডাউনলোড করাই ভালো৷ পরে ইচ্ছে মতো ইন্সটল দেয়া যাবে৷5

✯ এপসটি ডাউনলোড দেয়ার আগে একবার দেখে নেয়া যাক প্লে ষ্টোরে এর মূল্য কত৷ আর এজন্য তিনটি ডট দেওয়া ঘরে ক্লিক করে মার্কেট লেখায় ক্লিক করুন৷6

✯ স্ক্রিনশটে আমরা দেখতে পাচ্ছি Nova Launcher Prime প্লে ষ্টোরে যার মূল্য ৪২০/= টাকা৷ এবার তাহলে ডাউনলোড করে ফেলি৷7

✯ এপসটিকে ডাউনলোড দেয়ার জন্য আবার থ্রী ডটে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করুন৷8

✯ ডাউনলোড বাটনে ক্লিক করার পর ছোট একটা পপ আপ মেনু আসবে৷ এখান ছবিতে মার্ক করা ত্রিভুজ আকৃতির জায়গা থেকে আপনি ভার্সন নির্বাচন করতে পারবেন৷ অবশ্যই আমরা সর্বশেষ ভার্সনটি নির্বাচন করবো এবং ডাউনলোডে ক্লিক করবো৷9

✯ ফাইলটা ডাউনলোড হয়ে গেলে এবার আমরা এপসের হোম পেজে চলে আসবো এবং চিত্রের মার্ক করা যায়গায় ক্লিক করবো৷10

✯ এখানে এপসের মেনু থেকে আমরা ডিভাইসে ক্লিক করবো৷11

✯ দেখুন আমরা যে এপসটি ডাউনলোড করেছি সেটা ডাউনলোড ম্যানেজারে শো করছে৷ অর্থ্যাৎ, আমরা সাকসেস হয়েছি৷ এখানে ডাউনলোড ম্যানেজারে পাশাপাশি এপ্লিকেশনস ও আপলোডস নামে আরো দুইটা ট্যাব আছে৷ এপ্লিকেশনস থেকে আপনি আপনার ডিভাইসের পেইড এপসগুলো আপডেট করতে পারবেন৷ আর আপলোডস ট্যাব থেকে আপনি আপনার ডিভাইসের পেইড এপস ব্ল্যাক মার্টে আপলোড করতে পারবেন যা এখনও ব্ল্যাক মার্টে দেওয়া হয় নাই৷12

এবার নিশ্চিন্তে এপসটি ইন্সটল দিয়ে দিন৷ তবে একটা কথা না বললেই নয়, এইসব ষ্টোরে কিন্তু প্লে ষ্টোরের সব পেইড এপস পাবেন না৷ তাই বলে মন খারাপের কিছুই নাই৷ তবে আশাকরি বেশির ভাগ দরকারী এপসই এইখান থেকে ডাউনলোড দিতে পারবেন৷

বন্ধুরা, আজ তাহলে এপর্যন্তই৷ পুরো আলোচনায় ভুল ত্রুটি হতেই পারে৷ আশাকরি যে কোন ধরনের ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন৷ আর অবশ্যই কমেন্ট করে জানাবেন৷ সামনে আপনাদের প্রয়োজনে আরো ভালো কিছু নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবো৷ “ইনশাআল্লাহ্”৷
সবাই ভালো এবং সুস্থ্য থাকার চেষ্টা করবেন, “ফি-আমানিল্লাহ্” আর ধৈর্য্য ধারন করে এতো বড় লেখা পরার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়৷ 

“আল্লাহাফেজ”