349ac-1_1

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ্

পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি


বন্ধুরা, আশাকরি আল্লহর রহমতে সবাই ভালোই আছেন৷ আলহামদুলিল্লাহ্, আমিও অনেক ভালো আছি৷

চারিদিকে ইদানীং পেইড এপসের বেশ ছড়াছড়ি লক্ষ্য করা যায়৷ বিভিন্ন ওয়েবসাইটের পোষ্টগুলো বেশির ভাগই পেইড এপস নিয়ে করা হয়৷ আসলে এই পেইড এপসগুলো কি, কোথায় পাওয়া যায়, এবং কেনোই বা এই এপসগুলোর জন্য পেইড করতে হয়? অনেকেরই হয়তো এই বিষয়গুলো অজানা৷ মূলত পেইড এপস হচ্ছে গুগোল প্লে ষ্টোরের সেই সব এপস যা একটা নির্দিষ্ট পরিমাণ মূল্য দিয়ে কিনতে হয়৷ এই এপসগুলো তৈরী করা হয় মার্কেট প্লেসে বিক্রি করার জন্য৷ তবে হ্যাঁ, এই এপসগুলোকে পেইড করার অবশ্যই একটা কারন আছে৷ আর তা হলো ফ্রি এপসের চেয়ে পেইড এপসে ফিচার অনেক বেশি থাকে৷ অর্থাৎ, পেইড এপসের কার্য ক্ষমতা থাকে বেশি৷ সবচেয়ে মজার ব্যাপার হলো পেইড এপস গুলোতে কোন প্রকার এডসের ঝামেলা থাকে না৷

বন্ধুরা, আমাদের অনেকেরই হয়তো সামর্থ্য নেই টাকা দিয়ে পেইড এপস কিনে চালানোর৷ আথবা আমার মতো অনেকেরই হয়তো ক্রেডিট কার্ডও নাই৷ তাই বলেতো আর সুবিধা বঞ্চিত হওয়া যাবে না৷ আর এই জন্যই আজকে আপনাদের সামনে একটা ছোট্ট ট্রিক নিয়ে হাজির হলাম৷ যাতে সবাই মিলে প্লে ষ্টোরের প্রায় সকল পেইড এপস ডাউনলোড করে চালাতে পারি আর উপভোগ করতে পারি পেইড এপসের সকল মজা৷

এই কাজটি করার জন্য আমি একটা ছোট্ট এপসের সাহায্য নিবো৷ আসলে এটাকে এন্ড্রোয়েড ষ্টোরও বলা যায় ঠিক প্লে ষ্টোরের মতো৷ শুধু পার্থক্য হলো এখানে ক্রাকড ও মোড ভার্সনের এপস পাওয়া যায়, যা প্লে ষ্টোরে পাওয়া যায় না৷ সাথে পেইড এপস পাবেন ফ্রি৷ যাই হোক, আমরা যে এপসটি নিয়ে আজকে আলোচনা করবো তার নাম হচ্ছে ACMarket. এটি একটি ফ্রি এপস৷ তাহলে চলুন দেরি না করে ঝঠফট নিচের লিংক থেকে এপসটি ডাউনলোড করে ফেলি৷

ACMarket

ডাউনলোড করা হয়ে গেলে অন্যান্য এপসের মতো এই এপসটিকেও ইন্সটল করে ফেলি এবং দেখি কিভাবে ফ্রিতে পেইড এপস ডাউনলোড করা যায়৷

প্রথমেই আমরা গুগোল প্লে ষ্টোরে যাবো এবং যে কোন একটা পেইড এপস নির্বাচন করবো৷ যেমন ধরুন আমি Puffin Browser Pro ফাইলটা ডাউনলোড করবো৷ যা আমাদের কিনতে ৪২০/= টাকা লাগতো৷ আমাদের কাছেতো এতো টাকা নাই৷ তাহলে কি এপসটি চালানো আমাদের পক্ষে অসম্ভব? অবশ্যই না৷ সুতরাং, এপসটি চালাতে গেলে শুরুতেই নিচে চিত্রের মতো লাল মার্ক করা যায়গায় অর্থাৎ, তিনটি ডট দেওয়া যায়গায় ক্লিক করতে হবে৷

ccac6-1-1

 

এরপর নিচের চিত্রের মতো একটা ছোট্ট পপ-আপ আসলে সেখান থেকে লাল মার্ক করা যায়গায় অর্থাৎ, শেয়ারে ক্লিক করুন৷

168fb-1-2

এবার আরও একটা পপ-আপ মেনু আসবে, যেখানে জানতে চাইবে ফাইলটা আপনি কোথায় শেয়ার করবেন৷ এখানে যাস্ট নিচের স্ক্রিনশটের মতো ACMarket এর আইকনে ক্লিক করুন৷

07412-1-3

এরপরে ACMarket এপসটি ওপেন হলে নিচের চিত্রের মতো লাল মার্ক করা যায়গায় অর্থাৎ, সার্চ ইন আওয়ার ষ্টোরে ক্লিক করুন৷

a1a53-1-4

এবার দেখবেন আপনার ফাইলটি চলে আসবে৷ এখান থেকে নিচের স্ক্রিনশটের মতো ডাউনলোড বাটনে ক্লিক করুন৷

cdaf8-1-5

ডাউনলোড বাটনে ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে৷ এবার ডাউনলোড ফাইলটা দেখার জন্য নিচের স্ক্রিনশটের মতো ডাউনলোড মেনুতে ক্লিক করুন৷

37673-1-6

ডাউনলোড মেনুতে ক্লিক করলে আপনাকে ডাউনলোড প্রোসেস পেজে নিয়ে যাবে এবং আপনার ফাইলটা যে ডাউনলোড হচ্ছে তার প্রমান এখানে দেখতে পাবেন৷ ঠিক নিচের চিত্রে মতো৷

ee56b-1-7

ভিউয়ার্স, এতক্ষন আমরা জানলাম কিভাবে প্লে ষ্টোর থেকে শেয়ার করে পেইড এপস ডাউনলোড করা যায়৷ এবার আমরা জানবো কিভাবে ACMarket থেকে সার্চ করে যে কোন পেইড এপস ডাউনলোড করা যায়৷ শতো হলেও তো এটা একটা ষ্টোর৷ যাই হোক, প্রথমে আপনার ফোনের এপস আইকন থেকে ACMarket এপসে ক্লিক করুন৷ তাহলে নিচের চিত্রের মতো একটা ওয়েলকাম স্ক্রিন দেখতে পাবেন৷

57abf-2-1

এবার এপসটি ওপেন হলে স্ক্রিনশটে লাল মার্ক করা স্থানে অর্থাৎ, সার্চ আইকনে ক্লিক করুন৷

f4b73-2-2

সার্চ আইকনে ক্লিক করলে এপসটি আপনাকে সার্চ বার নিয়ে যাবে৷ ঠিক নিচের চিত্রের লাল মার্ক করা যায়গার মতো৷

ceacc-2-3

উপরের ছবিতে মার্ক করা যায়গায় আপনার দরকারি এপসটির নাম লিখুন৷ যেমন, আমি Puffin Browser Pro লিখেছি৷ এবার সার্চ আইকনে ক্লিক করুন৷

cde44-2-4

দেখুন এখানে Puffin Browser Pro এপসটি চলে আসছে৷ এবার স্ক্রিনশটের মতো ডাউনলোড বাটনে ক্লিক করুন৷

b644c-2-5

ব্যাস, হয়ে গেলো আপনার পেইড এপস ডাউনলোড৷ এবার আপনি চাইলে এপসটি ইন্সটল করে প্লে ষ্টোরে গিয়ে চেক করে দেখতে পারেন আসলেই আপনি সফল হয়েছেন কিনা৷ আর নিশ্চিন্তে এন্ড্রোএডের পেইড এপসের মজা উপভোগ করুন৷
বন্ধুরা, অনেক সময় যাবত বকবক করলাম৷ এবার বিদায়ের পালা৷ যদিও অনেক অপ্রয়োজনীয় স্ক্রিনশট ও অনেক বেসিক বিষয় নিয়েও পুরা পোষ্টে আলোচনা করেছি৷ অনেকের মনে হতে পারে এতো বিস্তারিত করার দরকার ছিলো না৷ সে ক্ষেত্রে আমার বক্তব্য হলো, আমরা সবাই কিন্তু এক রকম চিন্তা চেতনার না৷ কিংবা সবাই কিন্তু যে কোন ব্যাপার একবারেই বুঝবে সে রকম না৷ আর তাই আমি আলোচনাটা একটু বিস্তারিত করার চেষ্টা করেছি৷ যাতে করে পুরো টপিক্সটা সবাই বুঝতে পারে৷ আর কিছুই না৷ সবটাই ছিলো আপনাদেরই উপকারার্থে৷
পুরো আলোচনায় ভুল ত্রুটি হতেই পারে৷ আশাকরি যে কোন ধরনের ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন৷ আর অবশ্যই কমেন্ট করে জানাবেন৷ সামনে আপনাদের প্রয়োজনে আরো ভালো কিছু নিয়ে আলোচনার চেষ্টা করবো৷ “ইনশাআল্লাহ্”৷
সবাই ভালো এবং সুস্থ্য থাকার চেষ্টা করবেন, “ফি-আমানিল্লাহ্” আর ধৈর্য্য ধারন করে এতো বড় লেখা পরার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়৷

 

“আল্লাহাফেজ”