349ac-1_1
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ্
পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি

 

বন্ধুরা, আশাকরি আল্লহর রহমতে সবাই ভালোই আছেন৷ আলহামদুলিল্লাহ্, আমিও অনেক ভালো আছি৷

আমরা যারা স্মার্ট ফোন ব্যবহার করি তারা হয়তো অনেকেই কম বেশি ইউসি ব্রাউজারের সাথে পরিচিত৷ যদিও স্মার্ট ফোনের ইউসি ব্রাউজারে ইদানীং অযাচিত এডস দেওয়ার কারনে অনেকেই আগের মতো একে ভালো নজরে দেখেন না৷ তারপরেও এর ব্রাউজিং স্পিডের কাছে অন্যান্য প্রায় সকল ব্রাউজারকেই হার মানতে হয়৷ আর এই কথাটা অবশ্যই আমাদের সবাইকে নির্দিধায় মানতে হবে৷
আসুন স্মার্ট ফোনের গন্ডি পেরিয়ে আমরা এবার একটু উইন্ডোজের দিকে নজর দিই৷ কেমন হবে যদি আমরা আমাদের সবার প্রিয় এই ব্রাউজারটি দিয়ে আমাদের পিসিতেও ইন্টারনেট ব্রাউজিং করতে পারি? আমারতো মনে হয় অবশ্যই ভালো হবে৷ তাই, আমি আপনাদের সাথে ইউসি ব্রাউজারের উইন্ডোজ ভার্সন নিয়ে আলোচনা ও শেয়ার করবো৷ যদিও এর অফলাইন ইন্সটলার খুব কম ওয়েব সাইটেই পাওয়া যায়৷ কিন্তু আমি আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেটা অফলাইন ইন্সটলার৷ তবে মজার ব্যাপার হলো পিসি ভার্সনে স্মার্ট ফোনের ইউসি ব্রাউজারের মতো কোন এডসের ঝামেলা নেই৷ আরও আছে ইচ্ছেমতো কাস্টোমাইজেশনের সুবিধা৷

আসুন ব্যবহার করার আগে একনজরে এর সুবিধা গুলো সম্পর্কে জেনে নিইঃ

প্রথমত, এর হোম স্ক্রিন লুকিং পুরাই অস্থির৷ যা নিচের চিত্র দেখে বুঝতে পারবেন৷

uc-2 দ্বিতীয়ত, ব্রাউজারের ডাউনলোড স্পিড যথেষ্ঠ ভালো৷ যা আইডিএম কেও এক প্রকার হার মানায়৷
Uspeed

ক্লাউড বুস্ট, অনলাইন ভিডিও ডাউনলোডার, পপ আউট ভিডিও, বিল্ডইন এড ব্লক, মাউচ জেসচার  এবং ডাটা সেইভারের মতো অসংখ্য ফিচার এতে বিদ্যমান৷

ucbrowser_screenshot1

তাহলে চলুন, আর দেরি না করে তাড়াতাড়ি নিচের ডাউনলোড লিংক থেকে ফাইলটা ডাউনলোড করে নেয়া যাক৷

ডাউনলোড হয়ে গেলে উইন্ডোজের অন্য সব প্রোগ্রামের মতো এটাকেও ইন্সটল দিয়ে দিন৷ তবে ইউসি ব্রাউজার ইন্সটলের জন্য আপনার পিসির কনফিগারেশনের সাথে নিচের কনফিগারেশন গুলো একটু মিলিয়ে নিন৷ কারন, এগুলো না মিললে মনে করতে হবে আপনার পিসিতেইউসি ব্রাউজার চলবে না৷
  • Operating System: Windows XP/ Windows Vista/ Windows 7/ Windows 8.1 / Windows 10.
  • Processor: 1 GHz or faster.
  • Memory: 512 MB.
  • Hard disk space: 512 MB available.
  • Video card: 1366 × 768 screen resolution.

আর যদি মিলে যায় তহলে নো চিন্তা ডু ফূর্তি৷ নিশ্চিন্তে হেপি ইন্টারনেট ব্রাউজিং৷ সাথে আমার জন্য দোয়া করতে অবশ্যই ভুলবেন না৷
বন্ধুরা, আজকে তাহলে এপর্যন্তই৷ আগামীতে আপনাদের সামনে আরও দরকারী কিছু নিয়ে আসার চেষ্টা করবো৷ “ইনশাআল্লাহ্”৷ সবাই ভালো এবং সুস্থ্য থাকার চেষ্টা করবেন৷ “ফি-আমানিল্লাহ্”৷ ধৈর্য্য ধারন করে এই অধমের লেখা পরার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়৷ 

“আল্লাহাফেজ”